আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জে নিখোঁজ হওয়ার ৬ দিন পরে মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ জকিগঞ্জ-রতনগঞ্জ রোডের পুর্ব পাশের কুছিরখালে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরের দিকে স্থানীয়রা মোশাররফ হোসেনের লাশ পানিতে ভাসতে দেখলে নিহতের চাচা শামীম আহমদ এসে লাশ সনাক্ত করেন।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত মোশাররফের লাশ উদ্ধার করেন।
বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
হতভাগ্য মোশাররফ জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র এবং এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।
জানা যায়, ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তিনদিন থেকে কোনো খোঁজ না পাওয়ায় গত ৯ ফেব্রুয়ারী তার পিতা জামিল চৌধুরী জকিগঞ্জ থানায় একটি জিডি করেছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ