আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে অফিসার চয়েস মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৫ বোতল অফিসার চয়েস জব্দ করা হয়। মঙ্গলবার (২৬ জুন) তাকে আদালতের মাধ্যমে কাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গৌরাঙ্গ বিশ্বাস (৫৬) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের হরলাল বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার মিডিয়া অফিসার (এসআই) মফিদুল হক সজল জানান, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই শামসুল হক সুমন সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গৌরাঙ্গ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।