1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা। - Bikal barta
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| রাত ৮:৫৮|

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪,
  • 245 জন দেখেছেন

 

আব্দুস শহীদ শাকির

জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গতকাল ৫ জুন (বুধবার)জকিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুস সবুর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

 

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন,

জকিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আফসানা তাসলিম মিতু। উপজেলার অডিটোরিয়ামে হাজারো উতসুক ভোটারদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ভোট পরে শতকরা ৩১.৫৬।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ৩০ হাজার ৬শ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, তার বিপরীতে কাপ পিরিচ প্রতীকে জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ পিরিচ পেয়েছেন ২২ হাজার ২শ ৮ ভোট।অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ১৯হাজার ৯শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম সোহেল তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯শ ৩৭ভোট।ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৩০হাজার ৪শ ৭৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন সুলতানা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা রওশন শ্যামলী কসল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭শ ০৭ ভোট।

 

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বেলেট পেপার ও পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ৭৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানববৃন্দ জকিগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!