আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
জকিগঞ্জ ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগ ৩দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল ১০:৩০ মিনিটের শুরু হয়। ঐতিহ্যবাহী বিদ্যাপঠ জামিয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য শিক্ষা সচিব মাওলানা আব্দুস সাত্তার সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য ও নসিহত পেশ করেন,জামিয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক হাফিজ মাওলানা আব্দুল গফফার পীর সাহেব রায়পুরী দামাত বারাকাতুহুম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার প্রধান কোর্স পরিচালক মাওলানা আবু উমামা,সহকারী কোর্স পরিচালক হামিদুর রহমান আল মাদানী,সহকারী কোর্স পরিচালক মাওলানা মাহমুদ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালার উপ প্রধান পরিচালক জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান সাহেবের মনোমুগ্ধকর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা লুৎফর রহমান,মাওলানা শহীদুল্লাহ্ আড়াই হাজারী,ক্বারী উবায়দুল্লাহসহ জকিগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকবৃন্দ।