আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল এলাকা হিসাবে এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালের ২১ নভেম্বর।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সরকারি কোন স্বীকৃতি মিলেনি।
তারই পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর জকিগঞ্জের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস পালিত হয়।
এই ধারাবাহিকতায় আজও এক বিশাল আনন্দ মিছিল ও পথ সভার আয়োজন করে জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা প্রদান করেন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মেয়র জনাব খলিলুর রহমান সাহেব, আলোচনা করেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব, আলোচনা করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল গণি সাহেব,আলোচনা করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আকরাম আলী সাহেব। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ উদ্দিন সাহেব।
উপস্থিত ছিলেন,
রুবেল আহমদ শিবলু, আব্দুল মান্নান,আব্দুল মালিক,সিহাব উদ্দিন, আলী আহমদ,শাহনুর আলম,ডালিম আহমদ।
সভা পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জকিগঞ্জ উপজেলা আবায়ক শফিউল আলম মুন্ন।
উপস্থিত বক্তারা বলেন, আমরা ২১ নভেম্বর জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল এলাকা ঘোষণা দাবি প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিয়েছি,
তবুও আমাদের দাবি আদায় হচ্ছে না।
আমরা আগামীতে অহিংস আন্দোলনে যাওয়া ছাড়া আর কোন পথ থাকবে না।
প্রয়োজনে জকিগঞ্জের ২ লক্ষ মানুষকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পরবো ইনশাআল্লাহ।
তাই প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধাদের আকুল আবেদন জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল এলাকা হিসাবে মৃত্যুর পূর্বে দেখে যাওয়ার আকুল আবেদন জানাচ্ছি।
সবশেষে ইসরাইলী পণ্য বয়কটে দাবি জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা।