আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে (১০০০)একহাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট আলতাব হোসেন (৩৬)কে গ্রেফতার করা হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর সামসুল হক সুমন এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে (১৬/১২/২০২৪) ১৬ ডিসেম্বর ভোর ০৫.০০ ঘটিকার সময় বিরশ্রী ইউনিয়ন এর বড় পাথার এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ আলতাব হোসেন (৩৬)কে (১০০০) এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মাদকের অনুমানিক মূল্য (৩,৫০,০০০) তিন লক্ষ ৫০ হাজার টাকা। নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া নারী শিশু ( ধর্ষণ) মামলায় খলাছড়া ইউনিয়নের বনতেরাপুর গ্রামের সাহেদ মিয়া (২০) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সেনাপতির চক গ্রামের জুনেদ আহম্মদ (২৮) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।