জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের ব্যবসায়ী শামসুল হক সমছু (৫৫) দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।রবিবার রাত আনুমানিক ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মুহাদ্দিস ছাহেবের বাড়ী পাড়ি দেয়ামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।আহত শামসুল হক সমছু জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত ছখাওয়ত আলীর ছেলে। হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।পরে গ্রামের আব্দুর রুফ মিয়া বাড়ি থেকে বাহিরে আসার সময় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান এবং উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শামসুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।আহতের চাচাতো ভাই, জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল বাতিন জানান, শামসুল হক সমছু এলাকার একজন সহজ-সরল প্রকৃতির মানুষ। তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে কিছুদিন আগে মুমিনপুর গ্রামের মরহুম তেরা মিয়া মেম্বারের বাড়ির লোকজনের সঙ্গে মসজিদ সংক্রান্ত বিষয়ে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন এবং জামিনে ছিলেন।পূর্বশত্রুতার জেরে ওই বাড়ির লোকজন তার ওপর হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ