আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে। জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শনিবার সকাল ১১ঘটিকার সময় জকিগঞ্জের বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম এ ফাত্তাহ কে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।১. এমএ ফাত্তাহ :আহবায়ক ২. কবি Kays Mahmud Chowdhury যুগ্ম আহবায়ক (সদস্য সচিব)৩. কবি হাবিবুল্লাহ মিসবাহ : যুগ্ম আহবায়ক। সম্মানীত নির্বাহী সদস্যবৃন্দঃ৪. সাংবাদিক আব্দুস শহীদ শাকির ৫. কবি মিছবাহ আজাদ ৬. কবি Mahbubur Rahim ৭. কবি হাসান স্বজন ৮. কবি আহমদ আল মনজুর ০৯. কবি সুলাইমান তায়্যিবি ১০. কবি বিহারী বাবু(বিমান বিহারী বিশ্বাস) ১১. কবি Jabir Hasan ১২. Ahmed Siddique Chy Hasan ১৩. লেখক মোঃ সাইফুল ইসলাম। জকিগঞ্জ সাহিত্য পরিষদে সাহিত্যমোদী সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি। আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বিকাল ০৩:০০ ঘটিকায় পরিষদের প্রথম সাহিত্য আড্ডা জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে সাহিত্যমোদী সকলের উপস্থিতি ও দোয়া কামনা করছি। দু-একটি সাহিত্য আড্ডার পর ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং প্রয়োজনে পরিষদের নাম পরিবর্তন করতঃ একে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হবে।