সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ এর জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের আওতাধীন ৭ নং ওয়ার্ডের ইকড়ছই (ডহরের পাড়) নামক স্থানে বিরোধীয় ভূমির উপর থাকা ৫৫টি টিনশেড দোকানঘর ভাড়ার আয়-ব্যায়ের হিসাব বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারী করেছেন জগন্নাথপুর থানা পুলিশ।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাননীয় বিজ্ঞ আদালতে দায়েরকৃত স্বত্ব মোকদ্দমা নং ৫০৭/২০২১, আদেশ নং ২১৮, তারিখ-০৩/০৩/ ২০২৪ ইং, স্মারক নং ৮৬(২)/০১, তারিখ- ১৪/০৩/২০২৪ ইং এবং জগন্নাথপুর থানার জিডি নং ৮৭৫ তারিখ-১৯/০৪/২০২৪ ইং এর আলোকে উল্লেখিত ৫৫ টি দোকানঘর মাসিক ভাড়া নিতে জগন্নাথপুর থানার মাধ্যমে নিলামে অংশ গ্রহনের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২৮/০৪/২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় থানা কম্পাউন্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখিত ৫৫ টি দোকানঘর ১৭২ নং
জে এলস্থিত ইকড়ছই মৌজার বিভিন্ন খতিয়ানের সাবেক এস এ দাগ নং ৬৮৫ ও আর এস দাগ নং ৯২৯, ৬৪৯, পরিমান ৩.৩৫ একর বা তিন একর ৩৫ শতাংশ ভূমি বলে জানা গেছে ।
উক্ত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে দু'পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলে আসছে।
এদিকে গত ৩ মার্চ বিজ্ঞ আদালতের বিচারক উপরোক্ত ভূমির উপরে থাকা বিরোধীয় ৫৫ টি নির্মিত দোকানঘরের ভাড়া গ্রহন করা ও আয়-ব্যায়ের হিসাব জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক দোকান ভাড়া বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৮/০৪/ ২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় থানা কম্পাউন্ডে দোকান ভাড়া নিলামে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা গেল।
এ বিষয়ে থানা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ