স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নব্বির খান (৩৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত নব্বির খানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর নোয়াপাড়া (খানবাড়ি) গ্রামের মদরিছ খানের পুত্র।
জানাযায়, সৈয়দপুর নোয়াপাড়া (খানবাড়ি) গ্রামের মদরিছ খানের পুত্র মছব্বির খান ও একই গ্রামের সুলেমান খানের পুত্র রফিকুল ইসলাম খানের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরেই জের ধরে মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে খান বাড়ির সামনে সড়কে প্রতিপক্ষ রফিকুল ইসলাম খান, আমিরুল ইসলাম খান উরফে দুলাই খানের লোকজন নব্বির খানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত নব্বির খানের আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের লোকজন জানিয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ