মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বোয়ালিয়া নামক স্থানে জমি নিয়ে বিরোধের জের ধরে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন।
আজ (০৪) জানুয়ারি রবিবার সকাল ৯ ঘটিকায় এ মারামারির ঘটনা ঘটে, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, বাদী মোঃ মোছলেউদ্দিন বলেন আমাদের পূর্ব মালিক আনা সম্পত্তিতে কৃষি কাজের উদ্দেশ্যে আমরা গেলে আগের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোক্তারের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো কিছু লোক সহ লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর এসে অর্তর্কিত হামলা চালায়।
এসময় হামলার খবর শুনে আমাদের পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে, অনেকেই আহত হয় সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এদের মধ্যে মো ইসমাইল রামদার আগাতে গুরুতর আহত হলে তাকে লক্ষীপুর জেলা সদর হাসপাতালে রেপার করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকেও নোয়াখালী মেডিকেল কলেজে রেপার করা হয়, বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অপর পক্ষের মোঃ মোক্তার বলেন আমাদের ক্রয়কৃত জমিতে ওরা জোর করে চাষ দিতেছে এমন খবর শুনে আমরা গিয়ে বাঁধা দিলে তারা আমাদের উপর খিপ্ত হয় পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমার বাবা ও বাড়ির মহিলা সহ অনেকে আহত হয় তারা এখন লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন খবর শুনে ঘটনাস্থলে পোর্স পাঠিয়েছি থানায় মামলা হয়েছে এখন পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ