ইমরান সরকার:-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত জেরে প্রভাবশালী স্থানীয় রাজারহার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে মারপিট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করছে স্থানীয় সাওতাল সুন্দর মন্ডের ছেলেরা । এ অভিযোগের ভিত্তিতে ৪ জানুয়ারী সকাল ১১ টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতাল বাসিন্দা সুন্দর মন্ডলের দুই ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে গত শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার ভোগদখলিয় জমিতে এমপিথ্রি যোগে মাটি ভরাট করতে থাকে। এক পর্যায়ে বৃটিশ শরেন ও শৈলেশ শরেন ও তাদের দাবীকৃত জমি পুকুরের পার বাশঝাড় সংলগ্ন মাটি ভরাট করতে থাকে। সে সময় চেয়ারম্যান রফিকুল জমি নিজের দাবি করে মাটি ভরাট করতে থাকে, মাটি ভরাট নিষেধ করলে, বিএনপির নেতা রফিকুল ক্ষিপ্ত হয়ে সাওতালদের উপর হামলা করে। পরে চেয়ারম্যানের সাথে দ্বন্দ শুরু হয়। পরে দু পক্ষ মারপিটে জরিয়ে পরে। এসময় বৃটিশ সরেনের মা আহত হয়।
এর সুত্র ধরে শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় শৈলেশ সরেনের বাড়িতে কে বা কহারা অগ্নিসংযোগ করে। আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিস টিম যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে এতে তেমন কোন ক্ষতি হয়নি। পরিত্যক্ত একটি একচালা টিনের ঘরের কিছু টিন ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে শৈলেস সরেন জানান, আমি ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখী বাহিরে কে কথা বলছে তখন বাড়ী থেকে বেড় হয়ে দেখি বোতলে পেট্রোল ভরে ছিটিয়ে দিয়ে গ্যাস ম্যাস দিয়ে আগুন লাগাচ্ছে। আমি এগিয়ে গেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তখন আমি তাদের পিছু ধাওয়া করি কিন্তু তাদের চেনা যায়নি। শৈলেশের স্ত্রীও একই কথা বলেন।
স্থানীয় এলাকাবাসী বলেন, জমি নিয়ে মারামারি হয় শুক্রবার সকালে কিন্তু আগুন রাতে কে লাগিয়েছে আমরা জানি না। তবে স্থানীয়রা বলেন, আগুন লাগালে কাছেই ঘরের ছাপড়াতে আগুন লাগার কথা কিন্তু উপরে কিভাবে লাগলো।
এ বিষয়ে চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার বিষয়ে আমি জানি না। আমি কেন আগুন লাগাতে যাবো, এটা ষড়যন্ত্র তারা নিজের বাড়ীতে নিজেরাই আগুন লাগিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এঘটনায় পুলিশ প্রশাসন আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত একবাল পাশা ও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশিদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ