নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণা পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপম বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় উপজেলা সদরের জামতলায় এলাকায় নিজ বাড়িতেই ঘটনাটি ঘটে।
নিহত আফজাল হাসান হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর পুত্র মৃতুকালে তিনি তিন সন্তান রেখে যায়।
বিশেষ সূত্রে প্রকাশ জমি সংক্রান্ত বিষয়ে দূই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। আর আজ সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। সকালে বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আফজাল হাসান হৃদয় এর স্ত্রী রুপা আক্তার এর নিকট জামতে চাইলে তিনি বলেন আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের প্রতিফলনই এই হত্যাকাণ্ড। অপরাধী বড় ভাই ইকবাল পালিয়েছে। তিনি আরও বলেন, অপরাধী যা হোক তাকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ