এ এ রানা::
প্রতিবছরের মতো এবারও শেষ সময়ে জমে উঠেছে সিলেটের
ঈদ বাজার। তবে দিনের বেলা কেনাকাটা কম হয় এটা সিলেটের চিরাচরিত নিয়ম। কিন্তু দিনের চেয়ে রাতে কেনাকাটার ধুম পড়ে। এসময় বিক্রেতারা কথা বলারও সুযোগ পান না। ঈদের বাজারে নানা নামের রং বেরংয়ের পোশাক পাওয়া যাচ্ছে। সিলেটে এবার বেচাকেনা ভালো হলেও বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে পারি জমানোয় তাদের বাজেট কমে এসেছে। তবুও ব্যবসায়ীরা আশাবাদী, শেষ সময়ে সিলেটের ঈদের কেনাকাটায় পুষিয়ে নিতে পারবেন।
ঈদের শেষ সময়ে এসে সিলেটে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে বিপনী বিতান, মার্কেটের অলিগলি। শেষ সময়ে ক্রেতাদের ভিড় বাড়ার অন্যতম কারণ পোষাকের দাম কম হওয়ায়।
সিলেটে ঈদের বাজারে পাওয়া যাচ্ছে নানা নামের পোশাক। চিকেন, কারজালাসহ অনেক মজার নাম রয়েছে বলে জানান বিক্রেতারা।
সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে সিলেটের শপিং মলগুলো। নিজের পছন্দের পোশাক কেনার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের পোশাকটাও কিনে নিচ্ছেন ক্রেতারা।
ব্যবসায়ী নেতারা জানান, গত রোববার থেকে মার্কেটে ক্রেতা সমাগম বেশ ভালই বেড়েছে। বিক্রিও ভালো হচ্ছে। শেষ সময়ে বিকিকিনিতে পুষিয়ে নিতে পারবেন বলে জানান ব্যবসায়ীরা। যেমন বেড়েছে বেচাকেনা তেমনি বেড়েছে নজিরবিহীন যানজট।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ