আব্দুল সাত্তার : নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে জয়নগর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ২৭ইং জানয়ারী বিকেলে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। জয়নগর হাজী নোয়াব আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিম সরকারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি বলেন, বিগত ৭ই জানুয়ারি আমি আপনাদের গন ভোটে নির্বাচিত হয়েছি আমি এখন সকলেরই এমপি জয়নগর ইউনিয়নে কে কি করেছে, কি হয়েছে ,আমি সবই জানি, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের গণভোটে বিজয় লাভ করতে পেরেছি। আপনাদের অবগত করতে চাই , বিগত ১৪ সালে আমি যখন এমপি ছিলাম, তখন জয়নগর ইউনিয়নে কিন্তু ব্যাপক উন্নয়ন করেছিলাম বলে আপনারা আমাকে গণভোটে এমপি নির্বাচিত করেছেন । আমি জয়নগর ইউনিয়নের বাকি কাজগুলো করে দিব, আপনাদেরকে কথা দিয়ে গেলাম। আমি আপনাদের গণভোটে নির্বাচিত এমপি আমি যদি এমপি না হতে পারতাম শিবপুরের সন্ত্রাসী , চাঁদাবাজিতে ভরে যেত, শিবপুরে যেকোনো কাজ করতে হলে চাঁদা দিতে হতো , থানায় মামলা করতে হলে , জমি রেজিস্ট্রি করতে হলে অতিরিক্ত টাকা দিতে হতো আমি যতদিন এমপি থাকবো,ততোদিন কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না । শিবপুরে পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হবে শিবপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল মডেল শিবপুর হবে , আমরা নতুন শিবপুর গড়ে তুলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান ভবন , রাস্তা সহ সকল উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে শিবপুরে কিন্তু অবশ্যই হবে । আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সাথে আলোচনা করে, যে কাজগুলো দ্রুত করার প্রয়োজন আমি সেগুলি আগে করবো ইনশাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ফেরদৌসি ইসলাম , জয়নগর অনার্স কলেজ অধ্যক্ষ ডক্টর এম জামাল উদ্দিন, শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুল হাই মাস্টার ও আলমগীর হোসেন আঙ্গুর মৃধা ,শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব তাইজুল ইসলাম মোল্লা ,নরসিংদী জেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, এমপি মহোদয় এর ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ জয়নগর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ , বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।