মোঃ বেলাল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে আরবি স্পেশালাইজড কোল্ড ষ্টোরের উত্তর পাশ্বে বাউন্ডারি ভেঙ্গে রাত্রি বেলায় সঙ্গোপনে চোরেরা ষ্টোরেজের উত্তর পাশ্বে মেশিন রুমের তালা কেটে প্রবেশ করে অপারেটর সহকারী মোঃ জুয়েলসহ সকলকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ও রফিকুল ইসলামকে জখম করে এবং অন্যান্যদের জখম করার ভয় দেখে আরবি কোল্ড ষ্টোরেজের মূল্যবান সম্পদ সংঘবদ্ধ চোরেরা নিয়ে যায়। সেখানে কর্মরত সকলকে ফোরম্যান শাজাহান এর রুমে দড়ি, বৈদ্যুতিক তার, গামছা, লুঙ্গি দিয়ে হাত-পা বেধে ফেলে বাহির হতে দরজা বদ্ধ করে অজ্ঞাতনামা চোর সদস্যরা সকলকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। অন্যান্য অজ্ঞাতনামা চোরেরা কোল্ড ষ্টোরেজের মেশিন রুমে প্রবেশ করে সেখানে থাকা ১। ৬ টি ইউনিট কুলার মটর মূল্য অনুমান ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ২। ২টি ভাসেল পাম্প এর মোটর মূল্য অনুমান ২,৬০,০০০/- (দুই লক্ষ ঘাট হাজার) টাকা, ৩। ৪টি কমপ্রেসারে ট্রান্সফরমার মূল্য অনুমান ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, ৪। তামার বৈদ্যুতিক তার মূল্য অনুমান ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ৫। ১টি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল মূল্য অনুমান ১,২৫,০০০/-(এক লক্ষ পচিশ হাজার) টাকা, ৬। কর্মীদের কাছে থাকা ৭টি মোবাইল ফোন মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা, ৭। ১টি কম্পিউটার সেট মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, ৮। ১টি ৩২ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি মূল্য অনুমান ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা, ৯। অফিস রুমের ফাইল ক্যাবিনেট এর ড্রায়ার এবং ডেক্স এর ড্রায়ার ভেঙ্গে সেখানে থাকা নগদ ৮,৫০,০০০/-(আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ সর্বমোট মূল্য ৩৫,৪৬,০০০/-(পঁত্রিশ লক্ষ ছিচল্লিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে জয়পুরহাট ডিবি পুলিশ এবং কালাই থানা পুলিশের যৌথ অভিযানে ০৪ জন সংঘবদ্ধ চোর চক্রের আসামী ১। মোঃ ওমর সানি @ সজিব মিয়া (২৬), পিতা-মোঃ নজমুল হোসেন @ নজমল, সাং- জীবনপুর দক্ষিণ পাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া, ২। মোঃ সোহাগ প্রামানিক (২৭), পিতা-মোঃ ওবাইদুল প্রামানিক @ ফকিরা, সাং-জীবনপুর চকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া, ৩। মোঃ শামীম @ সজিব (৩০), পিতা-মোঃ আহম্মেদ আলী প্রামানিক, সাং-লোহাগড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া, ৪। মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা-মোঃ মাসুদ প্রামানিক, সাং-চরগোসাই বাড়ী, থানা-সারিয়াকান্দী, জেলা-বগুড়া, বর্তমান ঠিকানা বি-ব্লক কানাইঘাট, থানা-শাহজাহানপুর, জেলা-বগুড়াদের গ্রেফতারসহ তাদের হেফাজত হতে চুরি যাওয়া ১। জিএলডি বাটন মোবাইল ০১ টি, ২। ওয়ালটন স্মার্ট মোবাইল ০১ টি, ৩। কম্পিউটার সেট ০১ টি, ৪। তামার তার, ৫। চোরাই কাজে ব্যবহৃত টুল বক্স উদ্ধারপূর্বক জব্দতালিকা প্রস্তুত করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পলাতক অন্যান্য আসামী গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ