হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সহীন ও অধিক মূল্যে আলু বীজ বিক্রি করায় অভিযুক্ত কামরুল এবং শাহজাহান নামের ব্যবসায়ীর দুইজন কর্মচারী/আত্মীয় কে আটক করা হয়েছে।সেইসাথে তাদের দু'জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভোর ৫.৩০ থেকে সকাল ৮.৩০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।
আটকরা হলেন, শাহাজানের ছেলে তফিকুল ইসলাম এবং কামরুলের ম্যানেজার আঃ ছালাম।
জানাযায়, কনিকা-আনিকা ট্রেডার্স এর কামরুল এবং শাহজাহান ট্রেডার্স এর শাহজাহান কে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া তারা যে টাকা কৃষকের নিকট থেকে অতিরিক্ত নিয়েছিল সেটা ফেরত প্রদান করবে এবং তা নিশ্চিত করবে উদয়পুর ইউনিয়ন পরিষদের ৩জন মেম্বার, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন। নিউজ লেখা পর্যন্ত মূল ব্যক্তিদের শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, ভোরে বিভিন্ন হাটে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখার অভিযান অব্যাহত থাকবে। তবে, এই অভিযানের মূল উদ্দেশ্য কৃষকের ক্ষতি কমানো তাই জরিমানা বেশি করার চেয়ে তারা যেন সঠিক দামে বীজ কিনতে পারেন।
তিনি আরো বলেন, যে সমস্ত কৃষক টাকা আগেই দিয়েছেন তারা অতিরিক্ত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ সময় সহযোগিতায় ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও আবুল কাশেম, কালাই থানা পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ