হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার ।
জয়পুরহাটের কালাই মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ৪-৪ বারের নবনির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমানকে আবারও সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী ক্লাবের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদী।
নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রী রামবাবু বর্মন। তিনি এর আগে ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তাঁর দক্ষতা ও নিষ্ঠা তাকে এই পদে নির্বাচিত করেছে।
সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ হারুন অর রশিদ। তাঁর অভিজ্ঞতা ও বয়োজ্যেষ্ঠতার কারণে ক্লাবের সদস্যরা তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেছেন। তিনি ক্লাবের নবীন সদস্যদের জন্য প্রেরণার উৎস হবেন বলে মনে করছেন সবাই।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোসাদ্দেক হোসেন। ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও সংগঠন পরিচালনার ক্ষেত্রে তার দক্ষতা ও উদ্যোগ প্রমাণিত হয়েছে।
অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রনি বাবু। তাঁর উপর আর্থিক বিষয়গুলি পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হয়েছে এবং তিনি সঠিকভাবে এই দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটির সবাই মিলে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা সকলে মিলেই প্রেসক্লাবকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। নবনির্বাচিত কমিটির এই নেতৃবৃন্দ সকলের কাছে শুভেচ্ছা ও আশীর্বাদ কামনা করেছেন এবং প্রেসক্লাবের সকল সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
জয়পুরহাটের কালাই মডেল প্রেসক্লাবের এই নতুন কমিটির অধীনে প্রেসক্লাবটি তার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হবে বলে সবাই আশাবাদী।