হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা (সাঃ), আল্লামা হযরত খাজা শাহ্ মাওঃ মোঃ আঃ গফুর চিশতী(রঃ) পীর কেবলা পাক, খাজা শাহ্ মাওঃ মোঃ হাতেমুজ্জামান চিশ্তী (রঃ) ও বেগম আছিরন নেছার স্বরণে এবং খাজা শাহ্ বেগম তহমিনা চিশতী ও পীরজাদী কামরুন নাহারের রুহের মাগফিরাত সহ সারা বিশ্বের মঙ্গল কামনায় ইসলামী মহা সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিলের আয়োজন করা হয়েছে। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফোঁপড়া, গাফুর যোগ রাউফ আস্তানায়ে চিতীয়া কেন্দ্রীয় দরবার শরীফে এ ইসলামী মহা সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইসলামী মহা সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এর কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ এ,এইচ,এম, সানজেদুল হক সুমন।
প্রতি বৎসরের মত ফাল্গুন মাসের শেষ রবিবার মোতাবেক ২৬শে ফাল্গুণ ১৪৩০ বাংলা, ২৮ শে শাবান ১৪৪৫ হিজরি, ১০ই মার্চ, ২০২৪ ইং, রোজ রবিবার আয়োজিত ইসলামী মহা সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন এবং শরীয়ত ও তরিকত সম্পর্কে ওয়াজ ফরমাইবেন ফুলদিঘী হাট ও বেগুনগ্রাম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হযরত খাজা শাহ্
মাওঃ মোঃ আব্দুর রউফ চিশতী (রঃ)।
উক্ত তারিখে বেলা ১০ ঘটিকায় তাকবির সহ মাজারে গেলাপ
চরানো, পতাকা উত্তোলন ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এরপর বাদ জোহর ফাতেহা খানি ও বিশেষ মুনাজাতান্তে নেওয়াজ বিতরণ, বাদ আছর ও বাদ মাগরিব ওয়াজ নসিহত, বাদ এশা ওয়াজ নসিহত, হালকায়ে জিকির শরীফ
ও আখেরী মোনাজাত অন্তে তাবারক বিতরণ করা হবে।
উক্ত ইসলামী মহা সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।
আরও ওয়াজ ফরমাইবেন পীর মাশায়েখ, ওলামা বৃন্দ, ইসলামী চিন্তাবিদ ও তরিকায়ে চিশতীয়া’র প্রধান প্রধান ব্যক্তিবর্গ।