স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাদসার দিওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির।
নিহত শেফালী বেগম (৫৫) জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আলাউদ্দিন উকিলের স্ত্রী।
ওসি হুমায়ুন জানান, বৃদ্ধা শেফালী বেগম নিজ বাড়ির পাশে রাস্তার ধারে দাড়িয়ে কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়ছে।
এ ঘটনায় ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন এবং একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।