মোঃ বেলাল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
রক্ষক যদি হয় ভক্ষক, আর অদক্ষ কে যদি দেওয়া হয় দক্ষতার হাল, তবে কেমন হবে চিকিৎসার মান।প্রফুল্ল ডেন্টাল জয়পুরহাট জেলার এক পরিচিত নাম।
তবে এই নামের মাঝেই চলছে বড় ধরনের প্রতারণা। পাঁচবিবি রোড জয়পুরহাট, চেম্বারের সাইনবোর্ডে লিখা ডাঃ সুমিত্র সাহা (বিডিএস)ঢাকা ও ডাঃ ত্রণা দাস তর্না (বিডিএস) ঢাকা লিখা থাকলেও নেই কোন কার্যক্রম। অপর দিকে প্রেস্কিপশনে জি,সি, সাহা উল্লেখ থাকলেও নেই কোন পদ- পদবি।
ছেলে ও ছেলের স্ত্রী (বিডিএস) হলেও জানা যাইনি চেম্বারে ডাক্তার পরিচয় দেওয়া ডাঃ সুমিত্র সাহার পিতা রাম কোমল সাহার পদবি।
নিজস্ব চেম্বারে রাম কোমল সাহার পরিবর্তে ডেন্টালিস্ট হয়ে সকল প্রকার দাঁতের সমস্যা নিরাময় করছে ২৪ বছরের একাডেমিক সনদ ছাড়া এক যুবক।
এদিকে চিকিৎসা নিতে যাওয়া জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার ৭ বছর বয়সী বাচ্চা সৌরভ এর ২ টি দাঁতের opencateetomy (মাংস কাটা) ৩২০০ টাকা ও নাজমা আক্তার (৩৫) এর Scaling (দাঁত পরিস্কার) ও পলিসিং এর বিল ধরা হয়েছে ১০০০০ টাকা মর্মে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী সবুর শেখ, বলেন, চিকিৎসার খরচ কত লাগবে সেটি জেনে না নেওয়া আমার ভুল ছিল। কিন্তু একটা দাঁতের মাংস কাটা আর দাঁত পরিস্কার করা ১৩০০০ টাকা হয় কি ভাবে? ওই ডাক্তার কি নেশা করে বসে নাকি? এমন ট্যাপে নেওয়া ডাক্তারের স্বভাব। সবুর শেষ এর স্ত্রী নাজমা বলেন, আমার শুধু মাএ দাঁত পরিস্কার করল ২০ মিনিট সময় নিয়ে, এর জন্য ১০ হাজার টাকা বিল করেছে। শিশু সৌরভ বলেন, টাকা ১৩ হাজার না দিলে তাদের আসতে দেবেনা বলে ভয় দেখিয়ে দরজা বন্ধ করেন।
রাম কোমল সাহার সাথে সাংবাদিক দের সাক্ষাৎ হলে তিনি এ বিষয় নিয়ে কোন উত্তর দিতে পারেন নি। সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ৪ হাজার টাকা নিয়েছি, কিন্তু বাঁকি টাকা আর দিতে হবেনা।
এ সময় তিনি সাংবাদিক দের বসিয়ে রেখে বাহিরে প্রায় ৩০ মিনিট ফোন আলাপ করেন, একের পর এক ফোন ধরিয়ে দেন সাংবাদিক রাশেদ ইসলাম কে। শুধু তাই নয় ডাঃ সুমিত্র সাহা সাংবাদিক রাশেদ ইসলাম এর সাথে ঢাকা থেকে অশালীন ভাষায় ফোনকলে কথা বলেন, এর পরে করতোয়ার জয়পুরহাট জেলা প্রতিনিধি ও ডিবি সদস্য সহ অনেকেই নিউজ পাবলিক বিষয়ে সাংবাদিক রাশেদ ইসলাম ও বেলাল হোসেন কে ভয় ভিতি দেখিয়ে কথা বলেন।
উক্ত ঘটনা ও প্রকৃত ডাক্তার কে? এমন প্রশ্নের উত্তর পাওয়া যায় নি রাম কোমল সাহার পক্ষ থেকে।
অপর দিকে দাঁত পরিস্কার ও মাংস টাকার ফি বিষয়ে কালাই উপজেলা ডেন্টিস্ট মোঃ মাহমুদুল হাসান ডি.এম. টি (ডেন্টাল) এর সাথে কথা হলে তিনি বলেন, আমার চেম্বারে দাঁত পরিস্কার ১০০০-১৫০০ টাকা ও মাংস টাকার ফি প্রতি দাঁত ২০০-৩০০ টাকা নিয়ে থাকি। তবে স্থান ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে।
উক্ত বিষয়ে জয়পুরহাট জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ মুহাঃ রুহুল আমিন বলেন,
বিষয় টা আমাদের নজরে এসেছে খুব তারাতারি আমরা এর তদন্ত করব। যদি অনিয়ম প্রমাণিত হয় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
এমন প্রতারণা ও চিকিৎসা সেবার নামে সাধারণ জনগন কে হয়রানির বিষয়ে ও আইনি পদক্ষেপের বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী বলেন, বিষয় টি ইতিমধ্যে নোট করা হয়েছে, সঠিক তথ্য তুলে ধরেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ