হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকায় অভিযান চালিয়ে ১ টি ওয়ান শুটার গান ও ৭ পিচ ট্যাপান্ডাডল ট্যাবলেট অস্ত্র ও মাদক মামলার কুখ্যাত আসামী তসলিম হোসেন কে গ্রেফতার করেছে র্যাব-৫।
২৯ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার রাতে ঐ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তসলিম জিতারপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে। সে অস্ত্র সহ ৭ টি মাদক মামলার আসামী। দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, তসলিম একজন চিহ্নিত মাদক কারবারী।
সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক রাব্বীর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানায়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৯ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার রাত আড়াই টায় সদর উপজেলার জিতারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তার দেহ তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান ৭ পিচ ট্যাপান্টাডল সহ তাকে গ্রেফতার করে। অভিযানের সময় একই গ্রামের ইউনুছ আলীর পুত্র মোঃ রাব্বি (১৯) কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ