স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালের এ ঘটনায় সন্ধ্যায় জয়পুরহাট থানায় মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
গ্রেপ্তাররা হলেন- ক্ষেতলাল উপজেলার বানদিঘী গ্রামের জুয়েল আকন্দ (২৪) ও তার বাবা জসিম উদ্দিন আকন্দ (৫০)।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, বিকালে চিকিৎসক জাকা কাইফ হাসপাতালের কক্ষে অন্য রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এ সময় সিরিয়াল ভেঙে জুয়েল ও তার বাবা জোর করে কক্ষে প্রবেশ করেন।
বাধা দিলে তারা চিকিৎসককে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করেন। চিৎকার শুনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি তাদের আটক করে থানায় খবর দেয়।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবীর বলেন, সন্ধ্যায় আটক বাবা-ছেলের নামে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ