জয়পুরহাট প্রতিনিধি: ২৫ জানুয়ারি’২৫
জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ বালক পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি উপজেলা দল ট্রাইবেকারে ৫-৪ গোলে ক্ষেতলাল উপজেলা দলকে হারায়। খেলায় হারজিত থাকলেও জেলা পর্যায়ে এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি খেলোয়াররা। আর আয়োজকরা বলছেন-জেলা পর্যায় থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ের খেলোয়ার বের করতেই এমন আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
৫টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারী বিকেলে একই মাঠে।