স্টাফ রিপোটার:
ষষ্ঠতম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় প্রথম ধাপে সম্পন্ন হল উপজেলা নির্বাচন। প্রথম ধাপে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দিতা করেছেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চারজন প্রতিনিধিত্ব করেছেন,১। মোঃ দুলাল মিয়া, দোয়াত কলম প্রতীকে।
২। মোঃ তাইফুল ইসলাম তালুকদার।
৩। মোঃ মোস্তাকিম মন্ডল।
৪। নাজ্জাসী ইসলাম, ঘোড়া প্রতীকে।
সুন্দর, সুষ্ঠুও শান্তিপূর্ণভাবে, সারাদিন ভোট গ্রহণ শেষে, সন্ধ্যা ৭:৩০ মিনিটে ভোট গণনা শেষ হয়। রাত্র আটটা দশ মিনিটে ক্ষেতলাল নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে প্রার্থীদের মোট ভোটের প্রাপ্ত লিস্ট ঘোষণা করা হয়। যেখানে
চেয়ারম্যান পদে আলহাজ্ব দুলাল মিয়া সরদার ৭৪৮৯ ভোটে এগিয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকে।
প্রাপ্ত ভোটঃ
১। মোঃ দুলাল মিয়া, দোয়াত কলম প্রতীকে ৩০৩৯০ টি।
২। মোঃ তাইফুল ইসলাম তালুকদার, আনারস প্রতীকে ২২৯০১ টি।
৩। মোঃ মোস্তাকিম মন্ডল, মোটরসাইকেল প্রতীকে ১৪০৩৩ টি।
৪। নাজ্জাসী ইসলাম, ঘোড়া প্রতীকে ১০৭ টি।
মোট ভোট কাস্টিং হয়েছে ৬৮%…