মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার :
নীলফামারীর জলঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল, অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুর সহ ১৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০০-১৫০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত জলঢাকা, নীলফামারীতে মামলাটি দায়ের করেছেন জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজির হাট হাজীপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ ইয়াছিন আলী।
মামলায় উল্লেখ করা হয়েছে, বিগত ৪ আগস্ট দুপুর ১২.৩০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল জলঢাকা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিনের সময় জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় মিছিলটি পৌঁছা মাত্র সশস্ত্র আওয়ামী লীগ বাহিনীর আসামী সাদ্দাম হোসেন পাভেল, আব্দুল ওয়াহেদ বাহাদুর, গোলাম মোস্তফা, আনছার আলী মিন্টু, নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোড়া, চাইনিজ কুড়াল, পশু কুড়াল ইত্যাদি মারাত্মক অস্ত্র দ্বারা মিছিলে হামলা করে। এতে বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম ও ডান পায়ের চরুতে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাদীর মাথায় ৬ টি ও চরুতে ৮ টি সেলাই প্রদান করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ