মহসিন আলম মুহিন
জাগো, জাগো, জাগো মুসলিম জাগো-
তোমরা বাতিলকে আজ ভয় করিও নাকো!
নারায়ে তাকবীর ধব্বনি কণ্ঠে হাকো-
বিশ্ব মুসলিম এক পরিবার থাকো।।
একশত নব্বই কোটি মুসলিম আজ দুনিয়ায়-
আওয়াজ তোলো রুখে দিবো অন্যায়,
জুলুম বাজের মসনদ নেবো কেড়ে-
হেথায় যেন ন্যায়ের ঝাণ্ডা উড়ে।।
দুধের শিশুরা মায়ের কোলেতে লাশ,
মুসলিম মা-বোনের ওঁরা করছে সর্বনাশ!
এখনই সময়-জিহাদের কথা ভাবো-
বলো একসাথে রাফা-গাজা-ফিলিস্তিনে মোরা যাবো।।
চলো বীর, চলো কালেমার রশি ধরে,
চলো বীর বাতাসকে বাহন করে।
চলো ভাই-বোন আমার করছে হাহাকার,
চলো বীর মুজাহিদ ধরো তলোয়ার।।
চলো বীর মুজাহিদ চলো, চলো ওমর-খালিদের উত্তরসূরী চলো,
নারায়ে তাকবির আল্লাহু আকবার বলো।
বিশ্বে যতো আছে বেদ্বীন, ইহুদ-নাসারা শয়তান,
আজকে ওদের ধ্বংস করে বাঁচাবো
মুসলমান।।
জাগো, জাগো, জাগো মুসলিম জাগো-
কণ্ঠে আবার নারায়ে তাকবীর রাখো।
মুসলমানের মিলিত কণ্ঠের-বলিষ্ঠ আওয়াজ-
ওদের দুয়ারে ফেলবেই দেখো বাজ!
'তোমারা পাবে ফিরে মাথার তাজ।।
জাগো, জাগো, জাগো, জাগো মুসলিম জাগো-
আর মুসলিম ঘুমিয়ে থেকো নাকো-
আজ বিশ্ব মুসলিম এক হও জোট বাঁধো।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ- চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ