জাতির পিতা বঙ্গবন্ধু----
আনিতা সরকার আনিকা
কি ছিলে তুমি এই ধরায় বুঝিতে নাহি পায় এই বাংলায়
তোমার রক্ত কণায় জন্মিয়াছে শত কোটি মুজিব সেনা
ঘাতকের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে দেহ
পড়েছে লুটায় মাটিতে
তবুও নাহি নিতে পারে তোমার প্রাণ
তুমি ছিলে,তুমি আছো,তুমি থাকবে
১৭ কোটি জনতার বুকে বঙ্গবন্ধুর নাম
পিতা পিতা বলে ডাকে যে তোমারে
পিতা আমাদের অন্তরে বসে
নরপিশাচ হয়ে জন্মেছে ওরা
তাই নব পিশাচের কর্মকান্ড করছে ওরা
জাতি কি, পিতা কি,দেশ কি, মাতা কি
নর পিচাশের একটাই দাবি আমরা রক্ত চৃষি
পিতা দিয়েছে আমাদের দেশ
পারিসনি ছাড়তে পাকিস্থানের খোলসের ব্যাস
ভুল তদের একটাই ছিল হিসাবের
বঙ্গবন্ধু ডাকে ৭ কোটি জনতার ঢল নেমেছে যুদ্ধ করতে
অস্ত্রহীন ৯ মাস যুদ্ধ করে দেশ এনেছে বাঙালি জাতি
ক্ষুধার যন্ত্রণা রপ্ত করে ঝড় বৃষ্টি রোদে পুড়ে
মা,বাবা,ভাই,বোন,পরিবার,পরিজন
প্রিয়জন ত্যাগ করে পিতার ডাকে নেমেছে যুদ্ধ করতে
দেশ এনেছে,স্বাধীনতা দিয়েছে,মুক্তিযুদ্ধের দাবী তুলে
তাকে মারা যাবে কি না,এই দেশ থেকে এই মাটি থেকে
তবুও করেছিস বৃথার্ চেষ্টা,
বুলেটের গুলিতে পেরেছিস দেহ নিতে পারিস নি নিতে প্রাণ
রয়ে গেলো ১৭কোটি জনতার মাঝে
পিতা হয়ে বাংলার মাটিতে চির অম্লান
ঘরে ঘরে মুজিব সৈনিক গড়ে উঠলো
পিতার প্রতিশোধ নিতে
তবুও কি শিক্ষা হবে না তোমাদের।
(আসসালামু আলাইকুম স্যার কবিতাটি গ্রহণ করবেন
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ