ইমরান সরকার স্টাফ রিপোর্টারঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার উপজেলা যুবদলের আয়োজনে পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে পলাশবাড়ী যুবদলের সদস্য সচিব মোঃ রাজু আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাগিব হাসান চৌধুরী সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল গাইবান্ধা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মন্ডল সভাপতি পলাশবাড়ী উপজেলা বিএনপি, মোঃ আবু আলা মওদুদ সাধারণ সম্পাদক পলাশবাড়ী উপজেলা বিএনপি, আবুল কালাম আজাদ সভাপতি পলাশবাড়ী পৌর বিএনপি, মোঃ ইউছুব আলী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা যুবদল, মোঃ আঃ রউফ আন্জু সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ মোত্তালেব সরকার বকুল সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, আজহার আলী সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি প্রমুখ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন দেশ পরিচালনার দ্বায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে বলেন। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ