স্টাফ রিপোর্টার: ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্য নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস নেত্রকোণা বাস্তবায়নে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪’ নিয়ে এক আলেঅচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১১ মে) সকাল ১১ঘটিকার সময় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল (ইপিআই) ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন ডা. মোঃ সেলিম মিঞা সিভিল সার্জন নেত্রকোণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্না রানী সরকার প্রধান শিক্ষক নেত্রকোণা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা তথ্য অফিসার ফয়সাল আহমেদ, জেলা আধুনিক সদর হাসপাতাল এর চিকিৎসক, নার্স, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমূখ।