হিজলা প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০)জুলাই সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভাটি হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম বলেন, এ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।এর মধ্যে রয়েছে মানুষকে সচেতন করতে পুরো উপজেলায় মাইকিং,সড়ক র্যালী,পোনা মাছ অবমুক্তকরণ,বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে মৎস্য চাষিদের সাথে আলোচনা ও সফল চাষিদের পুরস্কৃত করা।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার।এ সময় আলতাফ মাহমুদ দিপু সিকদার বলেন,মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এ উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে। এতে মাছের উৎপাদন ও বৃদ্ধি পাচ্ছে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,মাইটিভি ও দৈনিক যুগান্তর হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, এশিয়ান টেলিভিশন হিজলা মেহেন্দিগঞ্জের প্রতিনিধি মোঃ মিলন সরদার,মোহনা টেলিভিশন হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ নুরনবী,বিজয় নিউজের হিজলা প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম,দৈনিক ইত্তেফাক হিজলা উপজেলা সংবাদদাতা মোঃ আলহাজ,উপজেলা সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক সুমন দৈনিক বিকাল বার্তার হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ ইউছুফ আলী জুলহাসসহ স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।