বিশেষ প্রতিনিধিঃ কাউছার আলম:
জাতীয় সাংবাদিক সংস্থার” দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জরুরী বৈঠক করেন ২৩ ডিসেম্বর সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সদরের ইনসাফ রেস্টুরেন্টের হল রুমে।। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের, বাবু তুষার কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিন কামরুল ইসলাম,সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের কাগজ শাহনেওয়াজ চৌধুরী (শাহীন), দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর সেলিম উদ্দিন খান, দৈনিক অপরাধ বিচিত্রার বাবুল মিয়া, দৈনিক আজকের সমাচারের এনামুল হকএনাম, সাপ্তাহিক মাইনি পত্রিকার সুমতঞ্জন বড়ুয়া, দৈনিক চট্টগ্রামের পাতা হাজী সেলিম, দৈনিক দিন প্রতিদিন’র মক্কা সেলিম, আইপি টিভি সোনালী টিভিপ্রতিনিধি ওসমান গনি, দৈনিক বাইজিদ মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন,সংগঠনের আয়-ব্যয়,সদস্য সংখ্যা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আগামী’র পরিকল্পনা এবং নিয়মিত সংযোগায়ন ইত্যাদি বিষয় বৈঠকে গুরুত্ব পায়। এবং সবাই নিজেদের মতামত তুলে ধরেন। এবং স্মৃতি চারন করেন।
সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর মোঃ সেলিম উদ্দিন খাঁন বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন