জাফর আলম, স্টাফ রিপোর্টার,কক্সবাজার :
জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির আয়োজনে নতুন কমিটি গঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বুধবার (২ অক্টোবর) চকরিয়া পৌর শহরের গ্রীণচিলি কনভেনশন হলে বিকাল ৪টা এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী।
প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলি। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল মজিদ।
চকরিয়া উপজেলা কমিটির অর্থ সম্পাদক এইচ.এম রুহুল কাদেরের সার্বিক সহযোগিতায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ফারুক ছিদ্দিকী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, ইকরামুল হক, মনিরুল আমিন, আরফাতুল ইসলাম, আরফান চৌধুরী, শফিউল করিম সবুজ, রিদুয়ানুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোবারক হোসেন জিহান, সাঈদ হাসান, শিশু সংগঠক আবু নাঈমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি নুরুল আমিন হেলালী- সাংবাদিক সংস্থা নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনকে আরো গতিশীল করতে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আগামী ২৮ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্র ঘোষিত মহাসম্মেলন সফল করতে হবে। পাশাপাশি আগামী ১৩অক্টোবর কক্সবাজার জেলা সম্মেলন সফল করতে সাংবাদিক সহকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে জাতীয় সাংবাদিক সংস্থার সফলতা ও সমৃদ্ধি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক নেতা মো. আবদুল মজিদ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ