এস,এম, আলতাব হোসেন -(বিশেষ প্রতিনিধি)
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের জানকীগাঁতী খন্দকার পাড়া ১।মোঃআবু সাইদ সেখ -(৫০), ২। হাফিজুর রহমান সেখ-(৪৫), ৩। মফিজ উদ্দিন সেখ( ৪২) পিতা- মৃত নছিমুদ্দিন সেখ অপর পক্ষ ১।মোঃ রফিক সেখ-(৪৫), ২।মোঃবারিক সেখ( -(৪০)পিতা - মৃত - সাহেব উদ্দিন সেখ বাড়ির জায়গা বাঘবাটোয়ার নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি এবং মারামারি হয়।গতকাল ও ঝগড়া এবং মারামারি হওয়ার সম্ভাবনা দেখা দিলে গ্রামের মানুষ ও ময়- মুরুব্বিরা মিটিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।কিন্তু রাত্রে এটার কোনো সমাধান না হলে সকালে আবার উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাটি এবং মারামারি সংগঠিত হয়া।মারামারিতে মোঃআবু সাইদ, মোঃহাফিজুর রহমান গ্রূপের পাঁচ -ছয়জন ইনজুরিতে হাসপাতালে ভর্তি আছেন। এই খবর লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অপর পক্ষে মোঃরফিক সেখ গ্রূপের কয়েক জন ইনজুরি হয়েছে বলে জানান। ইতিমধ্যে মোঃরফিক সেখের মৃত্যুর সংবাদ ও জানা যাচ্ছে। লাঠি -শোঠা এবং দেশী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান গ্রামের সকলে।থানাতে খবর পেয়ে এস,আই মোঃশামীম সরোয়ার ফোর্স নিয়ে মারামারি গঠনাস্হলে আসেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর নেন।পরে থানা থেকে আরো আসেন জনাব এস আই অনুপ, ওসি জনাব মোঃ আসাদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ শাহ আলম সহ তাদের নিজস্ব ফোর্স।জব্দ করা হয়েছে মারামারিতে ব্যবহার করা লাঠি -শেোঠা এবং দেশী অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ