সিলেট ব্যুরো:
সিলেটের বিশ^নাথ উপজেলা মহিলাদলের নেত্রী জান্নাতুল ফেরদৌস রুজিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। মিসেস রুজির নামে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা বলে পুলিশ বারবার অভিযান চালাচ্ছে রুজিকে গ্রেফতারের জন্যে। পুলিশের তালিকায় রুজি এখন পলাতক আসামি হিসেবে রয়েছেন। রুজির পারিবারিক সূত্র ওই তথ্য জানিয়েছে।
রুজির পরিবারের লোকজন জানান, পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে রুজির বাসা বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। রুজিকে না পেয়ে পরিবারের সদস্যদের নানানভাবে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। রুজির স্বামী মোহাম্মদ ময়নুল হক সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রনেতা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর একান্ত সচিব মোহাম্মদ ময়নুল হক।
গুম হওয়ার পর জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহবিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করায় জান্নাতুল ফেরদৌস রুজি ও তার স্বামীকে একাধিক মামলায় আসামি করা হয়। ওইসব মামলায় তাদের ওপর হয়রানী নেমে আসে। পুলিশি হয়রানী থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন মিসেস রুজি। তার স্বামী ময়নুল হকও হয়রানী থেকে রক্ষা পেতে আত্মগোপনে রয়েছেন। বিশেষ করে শাহপরান থানায় ও বিশ^নাথ থানায় একাধিক মামলা করা হয় রুজির বিরুদ্ধে।
সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করে মহিলা দলের নেত্রী রুজির বিরুদ্ধে। এর পর একাধিকবার রুজিকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ বলেছেন, রুজিসহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাদেরকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
রুজির স্বামী ময়নুল হক একজন রাজনীতিক। ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাশপাশি সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ কারণে নিজ দলের গ্রæপিংসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের রোষাণলে পরেন। হামলা ও মামলার শিকার হচ্ছেন। সেই সঙ্গে ময়নুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রুজি সন্তানসহ পরিবারের সদস্যরা প্রতিহিংসার শিকার হচ্ছেন। এই অবস্থায় পলাতক জীবন যাপন করছেন রুজি। বর্তমান সময়ে পুলিশি হয়রানিসহ প্রতিপক্ষ গ্রæপের হাতে হামলার শিকার হতে পারেন তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ