হাসান আলী, প্রতিনিধি: জামালপুর:
জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়। ২৪ শে মার্চ সোমবার জামালপুরে প্রাণকেন্দ্রে অবস্থিত এশিয়ান ফুল ভিলেজে বিকাল ৫:০০ থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি এবং হযরত শাহ জামাল (র) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সেক্রেটারি মাহবুবুর রহমান জিলানী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আশেক মাহমুদ শান্ত বাংলাদেশ জামায়াত ইসলামী জামালপুর জেলা কর্ম পরিষদ সদস্য সহ ডাক্তার এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমিতিটি অল্প কিছুদিনের মধ্যেই হাঁটি হাঁটি পা পা করে মানুষের হৃদয় ছুয়ে নিয়েছে। জামালপুরে অবস্থানরত দেওয়ানগঞ্জের মানুষদের ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে। সমিতি টি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে। এবং এ সমিতির উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে মানুষকে সাহায্য করা হয়, এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে এই সমিতির অবদান রয়েছে। বক্তারা বলেন এই সমিতির মাধ্যমে আমরা যেন সকল মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি। সর্বশেষ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলার সাবেক আমীর জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতির সম্মানিত পিতা মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব। মুনাজাতে সবার জন্য দোয়া করেন ,দেশের জন্য এবং দেশ বাসীর জন্য দোয়া করে ইফতারের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত ঘোষণা করেন।