জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর উদ্যোগে ২০২৪ সেশনের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে ঝমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান।
৭ ই জুন শুক্রবার বিকাল ৩:০০ টায় জামালপুরে অবস্থিত সুনাম ধন্য পিকনিক স্পট লুইস ভিলেজে প্রায় দুই শত জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সিদ্দিকুর রহমান। এতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্য দেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর জামালপুর জেলার পরিচালক, জনাব আহমদ সালমান। ছাত্রদের মাঝে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কার্যক্রম তুলে ধরেন, আবু সায়েম সম্পাদক কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলা। বক্তাদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, জনাব মোখলেছুর রহমান ব্যবস্থাপনা পরিচালক উইজডম সেন্ট্রাল কলেজ জামালপুর। জনাব জিল্লুর রহমান পরিচালক জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামালপুর। বিশেষ আলোচকদের ভূমিকায় আলোচনা করেন জনাব নেয়ামত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, জনাব ফজলুল হক স্যার । গার্ডিয়ানদের মধ্য থেকে সংক্ষিপ্ত কথা বলেন এড. আজাদ হোসেন। এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব তমাল হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। বক্তারা তাদের বিভিন্ন বক্তব্যে, আগামী দিনে মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য বেশি বেশি অধ্যায়ন, ইন্টারনেট ও ফেসবুকের কুফল বর্ণনা করে এগুলো থেকে তাদেরকে বের হয়ে আসার জন্য আহ্বান করেন। এবং মুসলিম হিসেবে নিজেদের নৈতিক চরিত্র রক্ষা করার জন্য নামাজের গুরুত্ব তুলে ধরে। সবার জন্য শুভকামনা করে, সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার প্রদান করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ