হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের আলোচিত আরিফ হত্যা মামলায় অভিযুক্ত সিসিকের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাউন্সিলর নিপু। কারা ফটকে তাকে বরণ করতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর ঘনিষ্টসূত্র জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নয়। তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলায় নিপু-কে জড়িয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী সিলেটের আলোচিত আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে মহানগর দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ওইদিন উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ