মহসিন আলম মুহিন
কত শত আশা, কত ভালবাসা
যায় না বুঝানো শব্দের ভাষা।।
মনের গভীরে একাকী ভাবনায়
কত কিছু আসে সুপ্ত চেতনায়।।
গাছের ছায়ায় লতা আর পাতায়
এক রকম চলে জীবন যাত্রায়।।
ইটের দেয়ালে জীবন আটকায়
কত যে কঠিন, নানা পরীক্ষায়।।
প্রেমের জীবনে আলো ছড়ায়-
আবার ঝড়ে পড়লে গৃহ হারায়।।
সুস্থ জীবন স্বস্তির নিঃশ্বাস পায়
অসুস্থ জীবনে আলো নিভে যায়।।
যশমান-খ্যাতি জীবন জ্যোতির্ময়
কখনো জীবন বড় যে বিষাদময়।।
মান খুঁজতেই জীবন ফুরিয়ে যায়
জীবন যেমন তেমনি রয়ে যায়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯