মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
মৌলভীবাজার জেলার জুড়ীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রাম থেকে মাহিম (২১) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের, দুলাল মিয়ার মেয়ে রিনা বেগম (১৮) 'র সাথে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে মাহিম (২১) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে মাহিম স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে থাকতেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাহিমের স্ত্রী রিনা বেগম স্বামীকে ঘরে রেখে বাহিরে যান। এ সুযোগে মাহিম দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার থানায় খবর দিলে এসআই মোস্তফা কামাল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ