হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শেফা মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহিব্বুল হক শুক্রবার (১৩ সেপ্টেম্বর'২৪) জুমআর নামাজের খুৎবারত অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, মাওলানা মুহিব্বুল হক রহ. শেফা মঞ্জিল জামে মসজিদে দীর্ঘ ১০ বছর ধরে ইমামতি করছিলেন এবং শারীরিক অসুস্থতার জন্য আজ জুমআর নামাজের মাধ্যমে শেফা মঞ্জিল মসজিদের ইমামতি থেকে অবসরে যাওয়ার কথা। তবে তার আর শেষ ইমামতির মাধ্যমে বিদায় নেওয়া হলো না। তার আগেই তিনি জীবন থেকেই বিদায় নিয়েছেন।
মুসল্লিদের পক্ষ থেকে বিদায় উপলক্ষে জুমআর নামজের পর মাওলানা মুহিব্বুল হক রহ. রাজকীয় বিদায় সম্বর্ধনা দেওয়ার সমস্ত প্রস্তুতি ছিল। কিন্তু ইমাম সাহেবের মৃত্যুতে মুসল্লিদের মাধ্যে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, মাওলানা মুহিব্বুল হক রহ. এর বাড়ী কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির লালারচক গ্রামে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ