নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা: নেত্রকোণা জুয়ার আসর পরিচালনার দায়ে সাবেক সেনা সদস্যসহ দুজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। অভিযান পরিচালনার সময়ে নগদ পাঁচ হাজার চারশো টাকা, আট সেট তাস ও একটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো নেত্রকোণা পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন মোসলিম উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য এসএম মোসেক কাক্কা বুলবুল এবং জুয়ার আসর পরিচালনায় গ্রেফতার ও আরেকজন পৌরশহরের খতিব নগুয়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ আলামিন (৪৫)।
১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় দিকে গ্রেফতার দুজনকে নেত্রকোণা মডেল থানা পুলিশে কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
একই দিন রাত ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা জেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট মোত্তাহিরুলের নেতৃত্বে টহল দল পৌরশহরের মেছুয়া বাজার কাঁচামালের আড়তের ২য় তলায় অভিযান পরিচালনা করেন। জুয়ার আসর পরিচালনার অপরাধে তাদেরকে আটক করে টহল দলটি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তারা দীর্ঘদিন যাবত জোয়ার আসর পরিচালনা করে আসছিলো বলে জানান
পরবর্তীতে ১৭ নভেম্বর রবিবার পুনরায় জিজ্ঞাসাবাদের পর প্রমাণসহ তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
খোঁজ নিয়ে জানা যায়, এসএম মোসেক কাক্কা বুলবুল নেত্রকোণা পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার মহসিন আলম এবং সময় টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগমের ভাই।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সেনাবাহিনী কর্তৃক আটক দুজনকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আগামীকাল (১৮ নভেম্বর) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে স্থানীয়দের ধারনা, ভাই ও বোনের প্রভাব এবং তাদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে দিনে-দুপুরে শহরের মাঝখান মেছুয়া বাজার কাঁচামালের আড়তের ২য় তলায় জুয়ার আসর পরিচালনা হয়ে আসছিল। এ আসরে শহরের প্রভাবশালীদের আনাগোনা দেখতে পান আশপাশের লোকজন।
কিন্তু দীর্ঘদিন জুয়ার আসরের স্থানটি সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নিরব ভূমিকা পালন করে আসছিল অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে জুয়ার আসর পরিচালনার অপরাধে দুজনকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা। অভিজ্ঞ মহলের ধারনা সেনাবাহিনীর এই কার্যক্রম দেশকে অপরাধ মুক্ত করতে সক্ষম হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ