আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে।
সিলেটের জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার গণবিপ্লবে গঠিত গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) বিকালে জকিগঞ্জের এম এ হক চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের সংগঠিত গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিকভাবে অনুষ্ঠিত হওয়ার পক্ষে সাধারণ ভোটারদের সমর্থন রয়েছে।তিনি বলেন,গাজার নিরীহ নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলা ও গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরবতা ইসরায়েলকে উসকানি দেওয়ার শামিল।জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে তিনি সকলের প্রতি আহবান জানান।বিশেষ অতিথির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সহসভাপতি মো. নূরুল আমিন, কানাইঘাট উপজেলার সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, জাতীয় আইম্মাহ মাশায়েখ পরিষদের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের জকিগঞ্জ পৌরসভার সভাপতি মাওলানা আব্দুস সালাম, শ্রমিক জমিয়তের জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, হাড়িকান্দী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার অ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল খালিক, প্রচার সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মো. সুলাইমান, যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমন, মাওলানা জামিল আহমদ, মাওলানা আবু তাহের মিসবাহ প্রমূখ।