মোঃ সাব্বির আহমেদ হান্নান স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদদের অবদান ও তাদের স্মৃতি স্মরণে। ২১ অক্টোবর ২০২৪ বিকাল ৪টাই ঝিনাইদহ জেলা কেন্দ্রিয় শহিদ মিনারে। নাশিদ ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নাশিদ ও কাওয়ালী পরিবেশন করেন ঝিনাইদহের বিভিন্ন শিল্পগোষ্ঠী ও কাফেলা নাশিদ ব্যান্ড।
এসময় কাওয়ালির ঝঙ্কারে পুরো মুক্তমঞ্চ আন্দোলিত হয়। দর্শকদেরও সুরে আচ্ছন্ন হয়ে মাথা ঝাকানোতে তাল তুলতে দেখা যায়। কাওয়ালি সংগীত উপভোগ করতে শিক্ষার্থীরা ভিড় জমায়। তারা বেশ উৎফুল্ল এবং আনন্দের সঙ্গে কাওয়ালি উপভোগ করেন।
এক শিক্ষার্থী বলেন, আমার চোখে দেখা ইসলামিক অনুষ্ঠান এই প্রথম। যেখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। আমরাও সুন্দর মতো অনুষ্ঠান টি উপভোগ করেছি।