স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণা জেলায় হাওরে ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির সভায় কাজের অগ্রগতি দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত নেত্রকোণা জেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা ডুবন্ত বাধেঁর ভাঙ্গন বন্ধকরণ ও মেরামতকরণ বিষয়ে জেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দুপুরে প্রায় দুই ঘন্টাব্যাপী সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলাগুলোর পিআইসি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলীদের কাছে কাজের ফিরিস্তি শুনেন। বিভিন্ন স্থানে কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে জেলা মনিটরিং কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক শাহেদ পারেভজ নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ সম্পন্নের নির্দেশনা দেন। কমিটির সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহানের সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রয়োজনে পিআইসির সভাপতিদের ডেকে নিয়ে বাঁধের কাজের জিরো টলারেন্স দেখাতে নির্দেশ দেন। সেই সাথে বাঁধ সম্পন্ন করতে দাায়িত্বরতদের আন্তরিক হয়ে পিআইসিদের সমস্যা শুনে তাদের প্রতিও সহযোগিতা করার দির্শেদনা দেন। এদিকে বাঁধ না হওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিলের সাথে সাথে যে সকল বাঁধের কাজ নিয়ে গাফিলতি চলছে সেগুলোর বিষয়ে দ্রুত সমস্যা সমাধানে ইউএনওদের নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডে সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নেত্রকোণা জেলার হাওরাঞ্চলের ১৫৬ কিলোমিটার বাঁধের ভাঙ্গন বন্ধকরণ ও মেরামত কাজ শুরু হয়েছে। মোট ১৮০ টি প্রকল্প কমিটি গঠনের (পিআইসি) মাধ্যমে ৩০৯ টি ছোটবড় হাওরের কয়েকটিতে ফসল রক্ষার কার্যক্রম চলমান রয়েছে। অনেক স্থানে কাজের ধীরগতি নিয়ে আলোচনা করা হয়। জানা গেছে এ সকল হাওরের ৪২ হাজার ১৪০ হেক্টর জমির ফসল রক্ষায় এবার ৩১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্ধ এসেছে। তারমধ্যে গত বছরের বকেয়া ১৬ কোটি ৯৫ লাখ। নতুন বরাদ্দ ১৪ কোটি ২৮ লাখ টাকা। জেলার মোট ১০ উপজেলার মধ্যে ৭টি উপজেলার বিভিন্ন হাওরের ১৮০ টি পিআইসির মধ্যে খালিয়াজুরী উপজেলাতেই ১১০ টি পিআইসি।