বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিস, নেত্রকোণার আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের ক্রীড়াপঞ্জি মোতাবেক এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গত ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০.০০ টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে ৪ টি ফুটবল একাডেমির অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন,নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলুসহ সম্মানিত অতিথি সাইদুর রহমান, সারোয়ার হাসান রুবেল, শাহানুল কবীর মুন্না।
আরো উপস্থিত ছিলেন জেলা কোচ রায়হান রাজিব, আব্দুল আওয়াল, রাজ্জাতুল, মোয়াজ্জেম হোসেন দুর্জয় এবং ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের অন্যান্য সদস্য।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার হিসেবে ট্রফি,মেডেল ও সনদপত্র বিতরণ করেন।