নিজস্ব প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দুর্ঘটনাজনিত আঘাত হ্রাস ও জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা নিশ্চিত করতে বিশেষ প্রচারণা ও অভিযান চালিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ।
‘নো হেলমেট, নো ফুয়েল’ প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৯ মে ২০২৪ তারিখ নেত্রকোণা শহরের ঢাকা বাসস্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা।
পুলিশ সুপার বলেন, সড়কে দুর্ঘটনারোধে সচেতনতা জরুরি। প্রতিটি মোটরসাইকেল চালককে মোটরসাইকেল চালানোর জন্য নিয়মিত পেট্রোল পাম্প হতে তেল উঠাতে হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের যেন জ্বালানি সরবরাহ না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।
তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকেরা অবশ্যই হেলমেট পরবেন এটাই প্রত্যাশা। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ আবুল কালাম,অফিসার ইনচার্জ, নেত্রকোণা সদর মডেল থানা ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ