সিলেট প্রতিনিধি-
সিলেটের জৈন্তাপুরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন কালে সেনা সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গত (২৭ মার্চ) বৃহস্পতিবার রাত ১২ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর একটি টহল দল কতৃক ভারতীয় চোরাই মহিষ জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে আসার পথে কয়েক জন চোরাকারবারী সঙ্গবধ্ব হয়ে সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক বেআইনিভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর সদস্যরা আহত হন, এবং তাদের বহন কারী সরকারী গাড়ি ভাঙচুর করা হয়। এই অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে আসে, উক্ত ২৮ জনের ভাষ্য মতে এবং তাদের নিজস্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করে ২৯ মার্চ জৈন্তাপুর থানায় ৭০ জনের নাম উল্লেখপূর্বক ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদের নিয়ে আসা ২৮ জনের মধ্যে ৫ জনকে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আটক কৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকারখা গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে মোঃ মুহিবুর রহমান (৫৩), চান্দগাট গ্রামের জহির উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে কুতুব উদ্দীন (৫০), হরিপুর গ্রামের উব্রাহীম আলীর ছেলে ইলিয়াস আলী (৫৩) ও লামা শ্যামপুর গ্রামের সোবান মিয়ার ছেলে সোহেল আহমদ (২৬)। অন্যান্যদের মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ভাবে তাদের নিজ নিজ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হরিপুরে বাজারে সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহাড়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ