মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।
সিলেটের জৈন্তাপুর সীমান্তে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৬ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন জৈন্তাপুর রাজবাড়ী বিওপির আয়োজনে লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসচেতনতামূলক সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন সহকারি পরিচালনক মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এমদাদুল হক পিএসসি।
সভায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক জনসাধারণকে সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় আনার লক্ষ্যে সীমান্তে অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অনুপ্রবেশ বন্ধে প্রেষণা প্রদান সহ কোন প্রকার গুজবে কান না দিয়ে সীমান্তে ভারতীয় নাগরিকদের সাথে অযথা ঝগড়া-বিবাদ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার বিষয়ে প্রেষণা প্রদান করেন। অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর/বালু উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্…