লাকী আক্তার : সিলেট জেলা প্রতিনিধি:
প্রকাশিত :১০/১০/২৪
সময় :১:৫২
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা বাংলাদেশ ন্যায় আজ (৯ ই অক্টোবর )বুধবার সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজার ১ম দিন।জৈন্তাপুর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ,সার্কেল আবু সাহাদাৎ,মোহাম্মদ এনামুল হক,আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম,জৈন্তাপুর উপজেলার আনসার ভিডিপি'র প্রশিক্ষিকা
হেপী রানী সরকার। আরো উপস্হিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের দলনেতা/নেত্রীগন সহ মন্দির কমিটির দায়িত্বরত লোকজন ও স্বেচ্ছাসেবক দল।
এবং সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ সবাইকে সদা জাগ্রত থাকার আহবান করেন।
মন্দিরের পুরোহিত এক জনের সাথে কথা বলে জানা যায় যে,আগামী রবিবার (১৪ অক্টোবর ) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। ৬ দিন ব্যাপি এ দুর্গাপূজা উৎসব।
দুর্গা শব্দের অর্থ হলো অগম্য, আবদ্ধ স্হান যা কিছু দুংখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন,বাধাবিঘ্ন,ভয়,দুংখশোক,জ্বালা যন্ত্রণা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন।দুংখের দ্বারা যাকে লাভ করা যায় তিনি দুর্গা। হিন্দু পূরান মতে দুর্গাপুজার সঠিক সময় হলো বসন্তকাল। বিপাকে পড়ে রামচন্দ্র,রাজা সুরথ এবং বৈশ্যসমাধি।বসন্তকাল পযর্ন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগ্রত করে পূজা করেন।
শাস্ত্রে আছে,দেবীর দোলায় আগমন হলে মহামারি,ক্ষরা এরা মৃত্যুর সম্ভাবনা থেকে যায়।
এদিকে পুজাকে আনন্দমূখর করে তুলতে জৈন্তাপুর সব মন্দিরে বর্নাঢ্য প্রস্ততি।
সরকারি নির্দেশণা অনুযায়ী প্রতিটি মন্ডপে সিসি ক্যামরা বসানো হয়েছে।
পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতি মন্দিরের আনসার,স্বেচ্ছাসেবক দল আছে।
টহলরত অবস্থানে আনসার ভিডিপি ।
এছাড়া প্রতি বছরের ন্যায় বিজয়া দশমীর দিন র্যালীর মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ